হেলাল হাফিজ

প্রস্থান – কবি – হেলাল হাফিজ । আবৃত্তি সহ

কবি হেলাল হাফিজ এর কবিতা প্রস্থান

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে!

ভাবুক সেই ছেলেটি

ভাবুক সেই ছেলেটি – প্রহ্লাদ কুমার প্রভাস | ছোট গল্প

ভাবুক সেই ছেলেটি রাচনা-প্রহ্লাদ কুমার প্রভাস (P.k) অতি সাধারণ একটি গ্রামের অতি থেকে অতি সাধারণ একটি ছেলে। অতি দরিদ্র ও গরীব পরিবারে তার জন্ম। সবসময়ই

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

আমার সেই ফুলওয়ালি – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

আমার সেই ফুলওয়ালি কবি- মোহাম্মদ জিয়াউল হক আমি তো ফুলের ঝুরিওয়ালির কথা খুব মনে করে আজও খুঁজি! আমি আজও বিরহ অনলে একাই যুঝি! প্রতিটা প্রভাত!

Read More »
বেকারের চিঠি – মণিভূষণ ভট্টাচার্য

বেকারের চিঠি – কবিতা – মণিভূষণ ভট্টাচার্য । আবৃত্তি সহ

বেকারের চিঠি কবি – মণিভূষণ ভট্টাচার্য আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো – ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা-ঢাকা খোপরিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

সেই কবে চলে গিয়ে – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

সেই কবে চলে গিয়ে কবি – মোহাম্মদ জিয়াউল হক প্রতিদিন এক পথে চলতাম, কত কথা বলতাম, কত কিছু জিজ্ঞাসের জন্য জমা করতাম। জমাকৃত কথাগুলি ছড়াতো

Read More »

1 thought on “প্রস্থান – কবি – হেলাল হাফিজ । আবৃত্তি সহ”

  1. N. B. Nirob Noor

    Type here.,
    আমি কবিতা লিখতে বেশ পার্দশ্বী।আর আবৃত্তিতে যেন আরো ভালো অভিজ্ঞতা আছে।আমি আপনাদের একজন ওয়েবসাইটের কর্মকর্তা হতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!