গপ্পো সপ্পো

জীবনের মুখোমুখি – লেখা – ফারহা মৌরিন মৌ । কবিতা । gopposoppo.com

জীবনের মুখোমুখি

লেখা – ফারহা মৌরিন মৌ
_________________
আমি কোনকিছুতেই আর কিছু মনে করি না।
আজ একটি খুব বড় পুরষ্কার পেয়ে গেছি।
শুনেছিলাম, এ জগৎটি ধোঁকায় পরিপূর্ণ।
এ জগতে আছে যেমন রং, চাকচিক্য,
তেমনই সেই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা শত শত কুৎসিত মুখ ও মগজ। শুধু শুনিইনি, দেখেও গেছি।
আজ থেকে ১০ বছর আগেও, এখনও অব্দি।
নিজেকে অবশ্য কিছু কারণে সাধুবাদও জানাবো।
আমার ইনটুইশন পাওয়ার
ছোটবেলা থেকেই কিছুটা ভালো।
ঢোল পিটাচ্ছি না। এটি সত্য।
তেমনভাবেই চিত্রায়নটি কি হতে পারে,
অনুমান আগেই করেছিলাম। আর তাই হয়েছে।
ঠিক যেন সিনেমার মত হলো ব্যাপারটি!
জিঘাংসা চরিতার্থ!
অভিজ্ঞতাগুলো সঞ্চিত হলো। ♥️
আবারও মানুষ চিনলাম, চিনছি প্রতিনিয়ত।
তবুও আমি একই কাতারে সবাইকে ফেলবো না।
আমি জানি, সবাই একরকম নয়।
একইরকম সবাই হলে, বৈচিত্র্য কি করে হতো!
বেঁচে থাকবার ইচ্ছে, নতুন করে বিশ্বাস স্থাপন-
কি করে সম্ভব হতো?
আমার খুব কাছের মানুষরা আমায় প্রশ্ন করবে,
কি হয়েছে!
তারা উদ্বিগ্ন হবে এটাই স্বাভাবিক। তাদেরকে বলবো,
তাই হয়েছে, যা হবার ছিলো। এবং এমনটি
আরো হবে, আবারও হবে, কারণ সেটাই হবার কথা।
এ জগৎটি যে ধোঁকায় পরিপূর্ণ!
বেঁচে থাকা কোনো অপশন নয়, এটি মানুষের অধিকার।
স্বপ্ন দেখা মানুষের অধিকার, ঠিক তেমনি কষ্ট পাওয়াও স্বাভাবিক। কিন্তু পিছিয়ে যাবার অধিকার হয়তো
মানুষের নেই। ভেঙে পড়বার অধিকারও নেই।
মানুষ হিসেবে, সামাজিকভাবে ,পারিবারিকভাবে আমি এখনও দায়বদ্ধ। দায়বদ্ধ আমার সঙ্গে যুক্ত থাকা আশাবাদী প্রতিটি মানুষের প্রতিও।
একটি প্রাণ বাঁচাতে পারে হাজারো প্রাণ।
যেমন , একজন চিকিৎসক।
আবার হাজারো প্রাণ বাঁচাতে পারেনা একটি প্রাণ।
যেমন, একজন আত্মহত্যাকারীকে।
এতো অনিশ্চয়তা, অস্থিরতা, নিষ্ঠুরতা, প্রতারণা, অর্থহীন আত্মত্যাগের পরও,
তবুও বেঁচে থাকা, একটি সম্ভাবনাময়
নতুন ভোরের অপেক্ষায়।
কারণ , যতদিন দেহে প্রাণ আছে,
বেঁচে থাকা ছাড়া আর কোনো অপশন নেই।
কপিরাইট  @ ফারহা মৌরিন মৌ  এর নামে সংরক্ষিত।
ভাবুক সেই ছেলেটি

ভাবুক সেই ছেলেটি – প্রহ্লাদ কুমার প্রভাস | ছোট গল্প

ভাবুক সেই ছেলেটি রাচনা-প্রহ্লাদ কুমার প্রভাস (P.k) অতি সাধারণ একটি গ্রামের অতি থেকে অতি সাধারণ একটি ছেলে। অতি দরিদ্র ও গরীব পরিবারে তার জন্ম। সবসময়ই

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

আমার সেই ফুলওয়ালি – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

আমার সেই ফুলওয়ালি কবি- মোহাম্মদ জিয়াউল হক আমি তো ফুলের ঝুরিওয়ালির কথা খুব মনে করে আজও খুঁজি! আমি আজও বিরহ অনলে একাই যুঝি! প্রতিটা প্রভাত!

Read More »
বেকারের চিঠি – মণিভূষণ ভট্টাচার্য

বেকারের চিঠি – কবিতা – মণিভূষণ ভট্টাচার্য । আবৃত্তি সহ

বেকারের চিঠি কবি – মণিভূষণ ভট্টাচার্য আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো – ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা-ঢাকা খোপরিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

সেই কবে চলে গিয়ে – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

সেই কবে চলে গিয়ে কবি – মোহাম্মদ জিয়াউল হক প্রতিদিন এক পথে চলতাম, কত কথা বলতাম, কত কিছু জিজ্ঞাসের জন্য জমা করতাম। জমাকৃত কথাগুলি ছড়াতো

Read More »

1 thought on “জীবনের মুখোমুখি – লেখা – ফারহা মৌরিন মৌ । কবিতা । gopposoppo.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!