দূরত্ব – লেখা – মাহমুদ রিয়াদ পলাশ
কাউকে মানানোর চেষ্টা কেমন হতে পারে যদি সে অনড় হয়ে থাকে?উঁচু বৃক্ষে চড়ার পর সহসাই কেউ পা হড়কে পড়ে যেতে পারে জেনেওতাকে নিচ থেকে উপদেশ দিলে নিশ্চিত ক্ষেপে যায় অনর্থকনিচ তলার গল্প মগডালে বসে শোনেনা কেউ,আমার মনে আছে, তার সাথে আমার দারুণ সখ্য ছিলো,আমরা পাশাপাশি হাঁটতামআর আমাদের মাঝখানে হাঁটতো একেকদিন একেক জনশনিবার তার নাম যদি …