ফেরা – লেখা – মাহমুদ রিয়াদ পলাশ
চেনা শহরে হেঁটে যাচ্ছি একা একাপথ গুলো আমার সাথে যাবে বলে কিছুদুর এগিয়েছেতারপর চলে গেছে ফাঁকি দিয়েসরু গলি পথে,আমি খুব অসহায় বোধ করি,বড্ড নিঃসঙ্গ,আমাকে পেয়ে বসে ভয়, একাকিত্বের,থমথমে ভোরে লোহার গারদের ওপর জমে থাকা শিশিরের মতোফোঁটা ফোঁটা ভয় আমাকে ভেজায়,এ শহরে একটা সাঁকো আছে চোখের আড়ালেএখানে কতিপয় আত্মার বসবাসতাদের বুক ব্যবচ্ছেদ করেছিলো একদল রাজাকারআর ফেলেছিলো …