তিনি এবং মেয়েটির কথোপকথন - লেখা- সেলিনা রহমান শেলী

তিনি এবং মেয়েটির কথোপকথন – লেখা- সেলিনা রহমান শেলী

তিনি: কি করো মেঘবতী?
মেয়েটি: মেঘবতী? হঠাৎ?
তিনি: তোমাকে মেঘের মত মনে হয়।কখনও আকাশ ঢেকে ফেলো অভিমানের ধূসর মেঘে, কখনও চাঁদকে আড়াল করে দাও মন খারাপের চাদরে, কখনও বা আনন্দে ভেসে যাও দূর থেকে দূরে।
মেয়েটি: কবিতা লিখছ না কি আজকাল? এত কাব্যিক কথামালা।
তিনি হো হো করে হেসে ওঠেন: ও সব বিদ্যা আমার মাথাতেও নেই,ক্ষমতায়ও নেই। কি করছিলে?
মেয়েটি: আকাশ দেখছিলাম।
তিনি: আকাশে কি এত দেখো বলতো? সেই একই চাঁদ, একই তারা।
মেয়েটি: আকাশে চাঁদ, তারা ছাড়াও তো দেখবার মত অনেক কিছুই আছে।
তিনি: যেমন?
মেয়েটি: গভীর শূন্যতা। দূর থেকে দূরে ছড়িয়ে থাকা কত কত গভীর দুঃখের কাব্য লেখা থাকে আকাশে। পৃথিবীর কত কোটি মানুষ রোজ আকাশের দিকে তাকায়, দুঃখের কথা, আনন্দের কথা,অভিমানের কথা জমা রাখে আকাশের খাতায়, সেই হিসাব কি কেউ রাখে বলো?
তিনি: মন খারাপ পাগলি?
মেয়েটি: না তো।মন ভালো। শুনছ না পাশে গান বাজছে। প্রিয় গান,প্রিয় রাত,প্রিয় আকাশ,প্রিয় তুমি… এতগুলো প্রিয় যার সাথে তার কি মন খারাপ হতে আছে বলো?
তিনি: কিন্তু আমার তো মন খারাপ। চাইলেও তোমার পাশে বসতে না পারার কষ্ট, তোমাকে ছুঁয়ে দেখতে না পারার কষ্ট কতটা, তুৃমি কি জানো?
মেয়েটি: জানি তো। কষ্টটা যখন দুজনারই সমান সমান হয়, তখন একটা মজার ব্যাপার ঘটে। আকাশ থেকে শুয়ো পরী,দুয়ো পরী পৃথিবীতে নেমে আসে। আর বলতে থাকে তোমাদের জন্য অমরাবতী রাজ্য তৈরি আছে চলে এসো। দোলনায় দুলবে আর মনের সুখে গান গাইবে।
তিনি: দোলনায় দুলতে চাই না।তোমার পরীদের বলো এই ধরার বুকেই আমরা অমরাবতী রাজ্য সাজাব। ধুলো মাটির সংসার করব।
মেয়েটি: তুমি সত্যি কবি হয়ে যাচ্ছ। শোন, ফোনটা রাখব এখন। আমার অস্থির লাগছে।
তিনি : কেনো অস্থির লাগছে ? মন খারাপ কেনো করছ?
মেয়েটি:আমি জানি না মাঝে মাঝে আমার অস্থির লাগে।অসহ্য লাগে সব কিছু। আমার ভয় হয় এ জীবনে আমাদের দূরত্বটা যদি না কমে?আচ্ছা শোন, অমরাবতী রাজ্য তুমি থাকবে তো সাথে?
তিনি: সব সময় সাথে থাকব পাগলি। আমি তোমাকে হারাতে দেবো না। কবিতা শুনবে?
মেয়েটি: না কিছু শুনব না।আমার সাথে চুপটি করে আকাশ দেখো। একদিন ঠিক পাশাপাশি বসে আকাশ দেখব দুজন। শুয়োপরী,দুয়োপরী আমাদের গান শোনাবে। স্বপ্নটা সত্যি হবে একদিন আমি জানি।
তিনি আকাশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন । মনে মনে বললেন” এই স্বপ্ন যে সত্যি হতেই হবে।”
 কপিরাইট @  সেলিনা রহমান শেলী নামে সংরক্ষিত।
ভাবুক সেই ছেলেটি

ভাবুক সেই ছেলেটি – প্রহ্লাদ কুমার প্রভাস | ছোট গল্প

ভাবুক সেই ছেলেটি রাচনা-প্রহ্লাদ কুমার প্রভাস (P.k) অতি সাধারণ একটি গ্রামের অতি থেকে অতি সাধারণ একটি ছেলে। অতি দরিদ্র ও গরীব পরিবারে তার জন্ম। সবসময়ই

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

আমার সেই ফুলওয়ালি – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

আমার সেই ফুলওয়ালি কবি- মোহাম্মদ জিয়াউল হক আমি তো ফুলের ঝুরিওয়ালির কথা খুব মনে করে আজও খুঁজি! আমি আজও বিরহ অনলে একাই যুঝি! প্রতিটা প্রভাত!

Read More »
বেকারের চিঠি – মণিভূষণ ভট্টাচার্য

বেকারের চিঠি – কবিতা – মণিভূষণ ভট্টাচার্য । আবৃত্তি সহ

বেকারের চিঠি কবি – মণিভূষণ ভট্টাচার্য আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো – ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা-ঢাকা খোপরিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে

Read More »
মোহাম্মদ জিয়াউল হক এর কবিতা

সেই কবে চলে গিয়ে – মোহাম্মদ জিয়াউল হক । কবিতা

সেই কবে চলে গিয়ে কবি – মোহাম্মদ জিয়াউল হক প্রতিদিন এক পথে চলতাম, কত কথা বলতাম, কত কিছু জিজ্ঞাসের জন্য জমা করতাম। জমাকৃত কথাগুলি ছড়াতো

Read More »
কেউ জানেনা আমার কেন এমন হলো

যাতায়াত – কবিতা – কেউ জানে না আমার কেন এমন হলো।  হেলাল হাফিজ । আবৃত্তি সহ

কবি হেলাল হাফিজের কবিতা যাতায়াত । কেউ জানে না আমার কেন এমন হলো। কেউ জানে না আমার কেন এমন হলো। কেন আমার দিন কাটে না রাত

Read More »
সুনীল গঙ্গোপাধ্যায়

আমি কী রকম ভাবে বেঁচে আছি – সুনীল গঙ্গোপাধ্যায় । আবৃত্তি সহ

আমি কী রকম ভাবে বেঁচে আছি – সুনীল গঙ্গোপাধ্যায় আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কী মানুষজন্ম? নাকি শেষ

Read More »
আমি কিংবদন্তির কথা বলছি

আমি কিংবদন্তির কথা বলছি – আবু জাফর ওবায়দুল্লাহ । আবৃত্তি সহ

আমি কিংবদন্তির কথা বলছি – আবু জাফর ওবায়দুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি  আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল তাঁর পিঠে রক্তজবার

Read More »
বাতাসে লাশের গন্ধ

বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ । আবৃত্তি সহ

বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি

Read More »
কান্ডারী হুশিয়ার

কান্ডারী হুশিয়ার – কবি – কাজী নজরুল ইসলাম । আবৃত্তি সহ

কান্ডারী হুশিয়ার – কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার! দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল,

Read More »
জেলখানার-চিঠি

জেলখানার চিঠি – কবি – নাজিম হিকমত । আবৃত্তি সহ

জেলখানার চিঠি কবি – নাজিম হিকমত, অনুবাদ : সুভাষ মুখোপাধ্যায় ১ প্রিয়তমা আমার তেমার শেষ চিঠিতে তুমি লিখেছ ; মাথা আমার ব্যথায় টন্ টন্ করছে

Read More »
হেলাল হাফিজ

প্রস্থান – কবি – হেলাল হাফিজ । আবৃত্তি সহ

কবি হেলাল হাফিজ এর কবিতা প্রস্থান এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷ এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে

Read More »

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!